সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের দুধাইল গ্রামে দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের দায়িত্বহীনতা ও অবহেলার প্রতিবাদে আজ রবিবার সকাল থেকে গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগী হয়ে রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু করেছেন।এটি ছিল গ্রামের ভিতরে চলাচলের একমাত্র কাঁচা রাস্তা,যা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল।

নিজস্ব উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে গ্রামের যুবক থেকে বৃদ্ধ সবাই টুপরি,বোল,কোঁদাল হাতে নিয়ে প্রায় ২০০ ফিট রাস্তা মাটি কেটে ভরাটের কাজ করছেন। সরকারের কোনো সহায়তা ছাড়াই তারা এই কাজ শুরু করেছেন,যা নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে,দুধাইল গ্রামে বসবাসরত মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করে আসছেন। বর্ষা মৌসুমে এই কাঁচা রাস্তাটি কাদায় একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।পাশেই একটি বড় পুকুর থাকায় পাড় ধসে গিয়ে রাস্তাটির পরিস্থিতি আরও ভয়াবহ হয়। কিছুদিন আগে স্থানীয় উদয়পুর ইউনিয়ন পরিষদ পুকুরের দুই পাড়ে ২ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে গাইডওয়াল (প্যালাসাইডিং) নির্মাণ করলেও রাস্তায় মাটি ভরাটের কোনো উদ্যোগ নেয়নি।

রাস্তাটি দীর্ঘদিন ধরে শিশুদের স্কুলে যাতায়াত, রোগীদের হাসপাতালে পৌঁছানো এবং নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া কৃষকদের ক্ষেত থেকে ফসল আনা- নেওয়ার সময়ও এই রাস্তায় চরম দুর্ভোগ পোহাতে হতো।বর্ষাকালে মাঠে যাতায়াত নিশ্চিত করতে গ্রামের সর্বস্তরের মানুষ মিলে এই মাটি ভরাটের সিদ্ধান্ত নেন।
গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য নুরনবী সরকার জানান, গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে একজন জনপ্রতিনিধি হিসেবে বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি।বারবার আবেদন করেও রাস্তায় মাটি ভরাটের জন্য বরাদ্দ পাইনি।অবশেষে পুকুর পাড়ে গাইড ওয়ালের কাজ হলেও রাস্তাটি অবহেলিতই থেকে যায়। বারবার অবহেলা ও প্রশাসনিক উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরাই এবার এমন উদ্যোগ গ্রহণ করেছে।আমরা আশা করছি আগামী ২-৩ দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে।
রবিবার দুপুরে রাস্তায় গিয়ে দেখা গেছে, পুকুর পাড়ের প্রায় ২০০ ফিট জায়গাজুড়ে চলছে মাটি ভরাটের কাজ।গ্রামের যুবক ও বৃদ্ধরা একসাথে গা ঘামিয়ে পরিশ্রম করে নিজেদের স্বপ্নের রাস্তা নির্মাণ করছেন। শুধু পুরুষরাই নয়,এই কাজে নারীরাও পাশে থেকে সহযোগিতা করছেন। এই উদ্যোগে এলাকাবাসীর ঐক্য ও সংগ্রামের প্রতিফলন ঘটেছে।

দুধাইল গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা নিজেরাই মাটি ভরাট করছি, কারণ এটি আমাদের বহুদিনের দুর্ভোগের অবসান ঘটাবে।তবে যদি প্রশাসন আমাদের পাশে এসে সহযোগিতা করত,তাহলে কাজটি আরও সুন্দর ও দ্রুত শেষ করা যেত।
এ বিষয়ে উদয়পুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন,এটি নিঃসন্দেহে একটি অনুকরণীয় উদ্যোগ। আমি কয়েকমাস হলো দায়িত্ব গ্রহণ করেছি,এতদিনে ইউনিয়ন পরিষদ থেকে কাজটি যে হয়নি তা আমার জানা ছিল না। তবে জনগণের এই প্রয়াস প্রশংসার যোগ্য।