সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে তিনদিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা।
মঙ্গলবার (১৩ মে) জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিজ্ঞান স্টল পরিদর্শন করেন।

এরপর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সেমিনার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন,পিপিএম-সেবা, এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।
সভার অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বিষয়ক একটি সেমিনারও আয়োজন করা হয়, যার আলোচ্য বিষয় ছিল “কৃত্রিম বুদ্ধিমত্তা:পরিবর্তনের পথে এক নবদিগন্তের সূচনা”।
মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ মাসুম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জগলুল হায়দার ইকবাল।
মেলায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের মোট ১৭টি স্টল অংশগ্রহণ করেছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান এ মেলায় শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ আয়োজন জেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি ভাবনায় উৎসাহ জাগিয়ে তুলবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।