সিলেট ব্যুরো:
সিলেট নগরীর বালুচরে স্বেচ্ছাসেবকদল ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১মে) বিকাল ৪ দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সোনারবাংলা এলাকার সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খসরু স্বেচ্ছাসেবকদল কর্মী মাহিনকে ধরে নিয়ে পিটায়। এ খবর জানাজানি হলে শাহপরান থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য কুদ্দুছ খসরুকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করতে গেলে খসরুর সাথে কুদ্দুছের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে খসরু ও তার বাহিনীর সাথে স্বেচ্ছাসেবকদলের নেতা কর্মীদের শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় খসরু ও তার বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা জন্য এগিয়ে আসলে স্বেচ্ছাসেবকদলের অন্যান্য নেতা-কর্মীরা তাৎক্ষনিক ঘটনাস্হলে এসে পৌছলে খসরু ও তার বাহিনী পালিয়ে যায়।
জানা যায়, খসরু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সিলেট জেলার সভাপতি নাজমুল ইসলামের অনুসারী। সুত্র জানায়, খসরুসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অন্যান্য সন্ত্রাসীরা বেশ কয়েকদিন যাবৎ বালুচর এলাকায় ফের তাদের আস্তানা গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এহেন কর্মকান্ডে বাধা হয়ে দাড়িয়েছেন বালুচর এলাকার স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। আর এতে ক্ষিপ্ত হয়ে খসরু ও তার বাহিনী স্বেচ্ছাসেবকদলের নেতা কর্মীদের উপর হামলার পরিকল্পনা করে আসছে।
সেই সুত্র ধরে বৃহস্পতিবার সকালে মাহিনকে ধরে নিয়ে মারামারি করে। এ ঘটনার বিষয়ে জানতে শাহপরান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেনের সেল ফোনে কয়েকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।