জেলা প্রতিনিধি, নওগাঁ: হাবিবুর রহমান
নওগাঁর মান্দা উপজেলার তৈতুঁলিয়া ইউনিয়নের বিল বড়াইল মৌজায় প্রায় ৩০০ বিঘা সরকারি খাস জমি বছরের পর বছর ধরে প্রভাবশালীদের দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই জমিগুলোর প্রকৃত মালিকানা দাবি করছেন স্থানীয় অসহায় ভূমিহীন পরিবারগুলো।
ভূমিহীনদের দাবি, এই জমিগুলোর ওপর কোনো বৈধ কাগজপত্র নেই দখলকারীদের। তারা দীর্ঘদিন ধরে জোরপূর্বক এসব জমিতে ইরি-বোরো ধান আবাদ করে আসছেন। স্থানীয়দের ভাষ্যমতে, শত কোটি টাকা মূল্যের এই জমি থেকে সরকার রাজস্ব না পেলেও প্রভাবশালীরা বিপুল পরিমাণ অর্থনৈতিক সুবিধা ভোগ করছেন।
বিল বড়াইল এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, জমিগুলো খাস খতিয়ানভুক্ত হওয়া সত্ত্বেও প্রশাসনের উদ্যোগের ঘাটতির কারণে এসব জমি উদ্ধার হচ্ছে না। বরং বছরের পর বছর ধরে মনিটরিং কমিটির সভায় একই তথ্য ঘুরে ফিরে উপস্থাপন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
ভূমি অফিস সূত্রে জানা যায়, মান্দা উপজেলায় এখনো ৪০২.২৯ একর সরকারি খাস জমি অনুদ্ধারিত অবস্থায় রয়েছে। শুধু বিল বড়াইলেই রয়েছে প্রায় ৩০০ বিঘা খাস জমি, যার প্রকৃত মালিকানা পাওয়ার জন্য আবেদন জানিয়ে আসছেন অনেক ভূমিহীন পরিবার।
বিষয়টি নিয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া জানান, “যারা প্রকৃত ভূমিহীন, তারা সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করলে তদন্ত সাপেক্ষে তাদের মধ্যে বরাদ্দ দেওয়া হতে পারে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিরুল ইসলাম বলেন, “সরকারি জমি উদ্ধার একটি চলমান প্রক্রিয়া। আমরা প্রতি মাসেই কিছু না কিছু জমি উদ্ধারে কাজ করছি, তবে তা এখনো সন্তোষজনক নয়। উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডদের নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে।”
স্থানীয় ভূমিহীনদের আশঙ্কা, এভাবে জমি জবরদখলের প্রক্রিয়া চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।