বিশেষ প্রতিনিধি:
পালিচড়া ইমাম ও ওলামার পরিষদের উদ্যোগে নয়াপুকুর ঈদগাহ্ মাঠ সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়।
গতকাল ১২ মে ২০২৫ রোজ সোমবার বাদ আসর নয়াপুকুর ঈদগাহ্ মাঠে পালিচড়া ইমাম ও ওলামার পরিষদের আয়োজনে বায়তুল মামুর জামে মসজিদের শুভ উদ্বোধন ও দোয়া মহাফিলের আয়োজন করা হয়।
উক্ত বায়তুল মামুর জামে মসজিদের শুভ উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেরন ফাজিল খাঁ মহিসুন্না কওমি মাদ্রাসার মহা পরিচালক মাওলানা মোঃ মোজ্জামেল হক, আরো বক্তব্য রাখেন, নয়াপুকুর ঈদগাহ্ মাঠের ইমাম ড. মুফতি হাসিনুর রহমান, মাদ্রাসাতুল মদিনা মাদ্রাসার মহাপরিচালক মুফতি আমিমুল এহসান, কেশবপুর আশরাফুল উলুম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা জাহেদুল ইসলাম, বিনোদপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা গোলাম মোস্তফা, জিন্নাবাইন মাদ্রার রংপুরের মহাপরিচালক রবিউল ইসলাম, কেশবপুর আশরাফুল উলুমম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি রফিউদ্দিন, আল জামিয়াতুল নেছা মহিলা মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা নোমান আহমেদ মিতুলসহ স্থানীয় ওলামায়ে কেরামমগণ সহ রাজনীতিবীদগণ ও নয়াপুকুর কলেজবাজারের দোকানপাট ব্যাবসায়িরা।