শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাজা (৩২) ওরফে ট্যাপেন্টা রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রাজা সৈয়দপুর পৌরসভার নতুন বাবুপাড়া কলিম মোড় এলাকার মো. আকতারের ছেলে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে রাতেই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে এবং রবিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদে জানা যায়, সৈয়দপুর প্লাজার ২য় তলায় মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে এস আই আমিনুল ইসলাম, জয়ন্ত চন্দ্র রায়, আকমল হোসেন, সোহরাব হোসেনসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে ৪৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুলিশের কাছে সে দীর্ঘদিন থেকে মাদক বেচাকেনা করার কথা স্বীকার করে।
এ ঘটনায় রাতে তাঁর বিরুদ্ধে মামলা হলে রবিবার দুপুরে তাকে আদালতে পাঠায় সৈয়দপুর থানা পুলিশ। আদালত তাঁর জামিন না মঞ্জুর করে নীলফামারী জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী রাজাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। মাদকের সাথে কোন আপোষ নেই জানিয়ে তিনি বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। (ছবি আছে)
শাহজাহান আলী মনন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
তারিখ -০৯-০২-২০২৫ ইং