মুহম্মদ আবুল বাশারঃ
বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ৯- ফেব্রুয়ারি(রবিবার)সকাল ১০টায় ঢাকার মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদরোগ, ফুসফুস, কিডনি ও বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর। প্রথম জানাযা (৯ ফেব্রুয়ারি) বাদ আসর মহাখালী গাউসুল আযম মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা আগামীকাল সোমবার ১০ ফেব্রুয়ারি বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় জানাযার নামাজ মাগরিব(সোমবার ১০ ফেব্রুয়ারি)ময়মনসিংহের সদর থানার ঐতিহ্যবাহী দাপুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে বলে পারিবারিক ভাবে জানানো হয়েছে।উল্লেখ্য যে মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে পরিবার।