অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর :
আসন্ন বর্ষা মৌসুমে লক্ষ্মীপুর জেলা জলাবদ্ধতা নিরসনে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
রবিবার ( ২৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা জলাবদ্ধতা বিষয়ক সেমিনার কক্ষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ানসহ সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর ইউএনও ও এসিল্যান্ড, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশলী, পরিবেশ অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, মৎস অধিদপ্তর, মহিলা অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তার, জেলা এনজিওর কর্মকর্তাসহ জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জলবদ্ধতা বিষক সমস্যার যেকোন সমস্যা আমাদের জানান। জেলা প্রশাসন এর পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দেন তিনি।