অসহায় ও দুস্থ মানুষের মাঝে “ঈদের আনন্দ ছড়িয়ে দিতে” প্রায় ১শত নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে চন্দনপাট ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করেন।
সকালে এ ঈদ বস্ত্র বিতরণের উদ্বোধন করেন চন্দনপাট পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন- মোঃ মোকছেদুল ইসলাম ইউপি. সচিব, ওয়ার্ড সদস্য মোঃ দুলাল মিয়া, রফিকুল ইসলাম, সুজয় সরকার,রানা ইসলামসহ আনসার সদস্যবৃন্দ।
এসময় চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করতে পেরে খুব ভালো লেগেছে। এই ঈদের দিনে অবহেলিত মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। সারাজীবন অবহেলিত মানুষগুলোর পাশে থেকে এভাবেই কাজ করতে চাই
সেই সাথে তিনি সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের এই ইউনিয়নে অনেক ধনী ব্যক্তি আছেন। আপনাদের উচিত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”