মারুফ সরকার, প্রতিবেদক :
দিল্লির মাওলানা সাদ কে কেন্দ্র করে তাবলীগ জামাতের ভিতর বিভাজন দেখা দিয়েছে।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান- মুলত তিনটি কারণে পুরা দুনিয়ায় তাবলিগ জামাতের সংকট দেখা দিয়েছে। ১. মাওলানা সাদ কর্তৃক ঐতিহ্যের ‘শুরা’ ভেঙে একনায়কতন্ত্র গঠন এর অপচেষ্টা ২. সাদ কান্ধলভির বিতর্কিত বক্তব্য ৩. পরামর্শ উপেক্ষা করে তাবলিগের কাঠামো পরিবর্তন।
মাওলানা সাদকে সমর্থন করে একটি পক্ষ তাবলীগের মূল মেহনত থেকে আলাদা হয়ে যায়।
হাবিবুল্লাহ রায়হান আরো জানান- দুইবার তারা প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে দাওয়াত ও তাবলীগের নিরিহ সাথী ওলামায়ে কেরামের উপর হামলা করে।
১টি- ১লা ডিসেম্বর ২০১৮, ২টি- ১৭ ডিসেম্বর ২০২৪ দিবাগত রাতে। তাদের এই ন্যাক্কারজনক হামলায় আহত নিহতের ঘটনাও ঘটে। আমরা পুরাপুরি মিডিয়া বিমুখ। মাওলানা সাদ অনুসারীরা এই সুযোগে সাধারণ মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য প্রচার শুরু করে।
আমরা যখন সঠিক তথ্য প্রচার শুরু করলাম তখন তারা আমাদের বিভিন্ন আইডিতে রিপোর্ট করা শুরু করে। এতে আমাদের বিভিন্ন আইডি ডিজেবল করে দেয় ফেসবুক। তন্মধ্যে আমার আইডিটিও ছিল।
দৈনিক ভোরের কাগজ পত্রিকার মিজানুর রহমান সোহেল ভাইয়ের সার্বিক সহযোগিতায় চার দিন পর আইডিটি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইডিটি ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড করা হয়।
এ সময় হাবিবুল্লাহ রায়হান তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান সোহেল ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।