উজিরপুর (প্রতিনিধি) :
বরিশালের উজিরপুর উপজেলায় সিআরএসএস (CRSS) ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে উপজেলা পর্যায়ে শিশু উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। ১৭ মে (শুক্রবার) দুপুর ১২টায় উজিরপুর উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পরিষদ গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভীয়া ডেইজী, সিআরএসএস কর্মকর্তারা সিনথিয়া ও এ্যানি মিতা বৈরাগীসহ সংশ্লিষ্ট সংস্থার অন্যান্য প্রতিনিধিগণ এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিশু অধিকার, অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে শিশু উপদেষ্টা পরিষদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে শিশুদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই উদ্যোগকে শিশুবান্ধব উপজেলা গঠনের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।