সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের ভূমি সুরক্ষিত রাখি”:- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। জনবান্ধব ভূমি সেবা সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৫ মে) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার সূচনা হয়। এরপর জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন মেলার উদ্বোধন করেন। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে,যাতে সেবা গ্রহীতারা সরাসরি উপকৃত হতে পারেন।
ভূমি মেলাকে কেন্দ্র করে জেলা প্রশাসন হলরুমে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শাহীনা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন;সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন,জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ সেবাগ্রহীতারা।
ভূমি মেলা চলবে ২৫,২৬ ও ২৭ মে পর্যন্ত।তিনদিনব্যাপী এ আয়োজনে ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি,কর পরিশোধ,খতিয়ান যাচাইসহ নানা সেবা একসাথে পাওয়া যাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে,এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি ব্যবস্থাপনায় আরও বেশি সচেতন ও সম্পৃক্ত হবেন।