রিপন মারমা, কাপ্তাই
রাঙ্গামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে প্রয়াত উপাধ্যক্ষ ভদন্ত আগ্গাওয়াইন্সা অগ্রবংশ মহাথেরোর দুইদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে ভদন্ত পামোক্ষা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি ও চিৎমরম ইউনিয়নের দায়ক-দায়িকাদের উদ্যোগে বিশেষ আয়োজনের মাধ্যমে সঁইং নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী সঁইং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।

এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বান্দরবানের উজানী পাড়া, ব্যাঙছড়ি মারমা পাড়া, ঙ্খাক খ্যং ওয়া পাড়া, কুকিমারা পাড়া, পশ্চিম মনাই পাড়া, পানছড়ি মুখ পাড়া, মবইং পাড়া, চিৎমরম মইদং পাড়া, চাকুয়া পাড়া ও চিৎমরম পাড়া—এই ১০টি সঁইং নৃত্য দল (দলবদ্ধ সংস্কৃতি নৃত্য) এবং ৬টি ইঁয়ই নৃত্যদল (দোলনা নৃত্য) অংশগ্রহণ করে। পাশাপাশি, ২০০-রও বেশি ভিক্ষুসংঘ ও হাজারো পূণ্যার্থীর উপস্থিতিতে দুইদিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
এছাড়া, অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল বলে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি ও চিৎমরম ইউনিয়নের দায়ক-দায়িকারা জানান।
চিৎমরম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা জানান, ৭৯ বছর বয়সী প্রয়াত উপাধ্যক্ষ ভদন্ত আগ্গাওয়াইন্সা অগ্রবংশ মহাথেরো আজীবন চিৎমরম বৌদ্ধ বিহারে অধিষ্ঠিত ছিলেন। তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐতিহ্যবাহী রীতিতে বিশেষ প্রক্রিয়ায় তার মৃতদেহ এতদিন কফিনে সংরক্ষণ করা হয়েছিল। মৃত্যুর এক মাস ২০ দিন পর তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এ উপলক্ষে হাজার হাজার মানুষ অনুষ্ঠানস্থলে ভিড় জমান। তিনি কোনো ওয়ারিশ বা উত্তরাধিকারী রেখে যাননি বলেও জানা গেছে।
ধর্মসভায় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো। পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ড গ্রহণ, বুদ্ধ বন্দনা ও বিশ্বশান্তি কামনা, প্রাতঃরাশ, প্রয়াত ভান্তের উদ্দেশ্যে অষ্টপরিস্কার দানসহ মহান সংঘদান ও স্মৃতিচারণসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।