অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে আসা যাত্রীবাহী ছাওনীওয়ালা মাঝারি নৌকা ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
১৮জুলাই শুক্রবার বেলা সাড়ে এগারোটার সময় মধ্যনগর পিঁপড়াকান্দা মহাসড়কে ছোট ব্রীজের নিচে প্রবাহমান স্রোতের পানিতে এই দুর্ঘটনা ঘটে।ছাওনীর নীচে থাকা যাত্রীদের মধ্যে বৃদ্ধ বয়সী একনারীর মৃত্যু হয়।নিহত বৃদ্ধা পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার দুল্লবপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী মোছাঃশামছুন্নাহার(৭০)।
নৌকাটি আজ সকালে আবিদনগর তেলিগাও হতে আনুমানিক ৩৫জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশ্যে ছেড়ে আসে।বিষয়টি নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা মধ্যনগর থানার এসআই লুৎফর রহমান।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় গণমাধ্যমকে জানান বিষয়টি অত্যান্ত দুঃখজনক। নিহতেরদের পাশে থেকে মধ্যনগর উপজেলা প্রশাসন কতৃক আর্থিক সহায়তা প্রদান করা হবে।