বালাগঞ্জ (সিলেট) থেকে আতাউর রহমান কাওছার :
স্থানীয় সরকার সিলেট’র উপ পরিচালক (উপ সচিব) সুবর্ণা সরকার বলেছেন, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ব্যাপারে গ্রাম পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্যদের পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিদের সামিল রাখতে হবে। তিনি আজ সোমবার (২৮ এপ্রিল) বিকালে বালাগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ বিষয়ক এক কর্মশালা মূখ্য আলোচক হিসেবে বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।
কর্মশালায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমু, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মো. আমির আলীসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, স্বাস্থ্যকর্মী, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এদিকে স্থানীয় সরকার সিলেট’র উপ পরিচালক (উপ সচিব) সুবর্ণা সরকার গতকাল সোমবার দিনব্যাপী বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণাধীন সড়ক, সেতুসহ চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ তার সাথে ছিলেন। তিনি বিকালে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বালাগঞ্জের বিভিন্ন সমস্যা ও চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অনির্ধারিত মতবিনিময় সভায় মিলিত হন।