নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
অবৈধ ভাবে বালু উত্তোলন করা যাবেনা। জাতীয় নদী রক্ষা শীর্ষক রানীশংকৈল উপজেলা কমিটির মতবিনিময় সভায় বৃহস্পতিবার (২২মে) দুপুরে জাতীয় নদী রক্ষা কমিশন, উপ পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল জাকী এসব কথা বলেন। তিনি আরো বলেন, নদী খনন করে রাবার ড্রাম বসিয়ে পানি সংরক্ষণ করা যেতে পারে। এতে কৃষক এবং মৎস্য জিবিরা লাভবান হবেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আশরাফুল হক সহকারী পরিচালক জাতীয় নদী কমিশন, জামায়াতে ইসলামী সেক্রেটারী রজব আলী, এসময় প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম বলেন, উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি বাজার যেতে কুলিক নদী, নেকমরদ পার হয়ে ভোমরাদহ এর আগে ব্রীজের নিচ থেকে, নেকমরদ ফরিদপাড়া হয়ে কাতিহার যাওয়ার সময় ব্রীজের নীচ থেকে সহ উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর খনন করে একশ্রেণীর বালু ব্যবসায়ীচক্র বালু উত্তোলন করে বিক্রি করে থাকে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি । এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, চেয়ারম্যান আবুল কালামসহ আরো অনেকে।