চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ইজারাকৃত পুকুরে মাছ ধরতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক ইজারাদার, যার নাম তুর্কি জামাল।
বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টার দিকে মলংমুড়ি গ্রামের ছাদেক আলী মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তুর্কি জামালকে মারাত্মকভাবে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের অক্টোবর মাসে তিনি স্থানীয় পেয়ার আহম্মদের কাছ থেকে পাঁচ বছরের জন্য একটি পুকুর ইজারা নেন এবং নিয়মিত মাছ চাষ শুরু করেন। কিন্তু ইজারা দেওয়ার পরও পেয়ার আহম্মদ ও তার পরিবারের সদস্যরা পুকুরে জোরপূর্বক মাছ ধরার চেষ্টা চালিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার সকালে জামাল পুকুরে মাছ ধরতে গেলে পেয়ার আহম্মদ, তার ছেলে ফরহাদ হোসেন, মোহাম্মদ আলম ও ফরিদ আহমেদ এবং সহযোগী সালাউদ্দিন রাজন তার ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।