নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়াকে বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকাল ৪টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক এবং চকমকাদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ মৃধা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, সাবেক প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী, সমাজসেবক আজিবর রহমান, আবুল কালাম আজাদ, সামছুদ্দিন মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা যা বলেন:
বক্তারা ইউএনও শাহ আলম মিয়ার দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁকে একজন দক্ষ, মানবিক ও নিষ্ঠাবান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অভিহিত করেন। তাঁরা তাঁর দীর্ঘায়ু ও সফল ভবিষ্যৎ কামনা করেন।
ইউএনওর বক্তব্য:
বিদায়ী ইউএনও শাহ আলম মিয়া বলেন,
“মান্দা উপজেলার মানুষ অত্যন্ত আন্তরিক। আমি সবসময় চেষ্টা করেছি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে। কতটা দিতে পেরেছি তা আপনারা বিচার করবেন। শিক্ষকদের সহযোগিতা আমাকে দায়িত্ব পালনে সহজ করেছে, এজন্য আমি কৃতজ্ঞ।”
অনুষ্ঠান শেষে তাঁকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।