নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আগুনে পুড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১৫০-২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত যুবক সোহেল আহমদ (২১) পেশায় একজন টাইলস মিস্ত্রি এবং সিলেট জেলার বাসিন্দা।
শনিবার (২৪ মে) সকালে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২২ মে রাতে নিহত সোহেলের সহকর্মী ও বন্ধু আব্দুল হামিদ চৌধুরী ওরফে ফরহাদ (২১) বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের ‘প্রিয়ম নিবাস’ ভবনের ডাচ বাংলা ব্যাংকের কার্যালয়ে টাইলস লাগানোর কাজ করছিলেন সোহেল ও ফরহাদ। এ সময় ভবনের নিচে ছাত্র-জনতার একটি প্রতিবাদ সমাবেশ চলছিল।
এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রধান আসামি ওবায়দুল কাদেরের নির্দেশে এবং শামীম ওসমানের উপস্থিতিতে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা। একপর্যায়ে তারা প্রিয়ম নিবাস ভবনে আগুন ধরিয়ে দেয়। আগুনের সূত্রে বন্ধুর প্রাণ বাঁচাতে ফরহাদ লাফিয়ে নিচে পড়ে পালাতে সক্ষম হলেও সোহেল ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে প্রাণ হারান।
নিহতের পরিবারের সম্মতিতে ফরহাদ মামলার বাদী হন। মামলায় আওয়ামী লীগের স্থানীয় ১৫০-২০০ নেতাকর্মীকেও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।