বরিশাল প্রতিনিধি:
আষাঢ়ের টানা ভারী বৃষ্টিতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। লাগাতার বৃষ্টিপাতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া নিম্নআয়ের পরিবারগুলো।
বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। ছোট যানবাহন, বিশেষ করে অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে সীমিত পরিসরে। অনেক চালক পেটের তাগিদে রাস্তায় বের হলেও যাত্রী মিলছে না বললেই চলে। কখনো রিমঝিম, কখনো বা মুষলধারে বৃষ্টিতে দিনভর দুর্ভোগ বাড়ছে।
দিনের শুরুতে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছেন অফিসগামী লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, নিম্নাঞ্চলগুলো অতিরিক্ত বৃষ্টির পানি ও জোয়ারের পানিতে তলিয়ে আছে। চরাঞ্চলসহ অনেক গ্রামীণ এলাকায় মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে।
বৃষ্টিতে ডুবে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। একইভাবে অফিসপাড়ায় সেবা গ্রহণকারীর সংখ্যাও হ্রাস পেয়েছে। সাধারণ মানুষ একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। টানা বৃষ্টির কারণে আমন ধানের বীজতলা তৈরি করতে পারছেন না তারা। অপরদিকে শাকসবজি ও অন্যান্য তরিতরকারি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে অনেক কৃষি নির্ভর পরিবার চরম হতাশায় ভুগছে।