নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। আলোচনা শুরুর আগে গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্ব ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন , সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বীর মুক্তিযোদ্ধার সন্তান কবি বিদ্যুৎ সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র,
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।