সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া যৌথভাবে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় কেন্দ্রীয় ইফতারের আয়োজন করেছে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সম্মাননা ও ইফতার মাহফিলে ১৭ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমরুল মাবুদ, এসইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত থেকে অতিথিদের সাথে মতবিনিময় করেন এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করেন।
এসময়,শাহাদাৎ বরণকারী মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে এই অঞ্চলের মুক্তিযোদ্ধা এবং গণঅভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারের সদস্যরা, জেলা প্রশাসক প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়, যা বিশেষভাবে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেছে।