মুন্সিগঞ্জের গজারিয়ায় মিয়ামি ক্যাফে রেস্টুরেন্টে কর্মচারীদের দুর্ব্যবহারের প্রতিবাদ করায় এক যুবককে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নাম হাফিজউদ্দিন মুন্না। তিনি একজন উন্নয়নকর্মী ও চলচ্চিত্র প্রযোজক, যিনি জুলাই আন্দোলনের একজন সক্রিয় ফ্রন্টলাইন সদস্য হিসেবেও পরিচিত।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ১৯ মার্চ সন্ধ্যায় কুমিল্লা থেকে বাসযোগে ঢাকায় ফেরার পথে তিনি ইফতারের জন্য ভবেরচরের মিয়ামি ক্যাফেতে প্রবেশ করেন। সেখানে খাবারের মান নিয়ে অভিযোগ জানালে ক্যাফের কর্মচারীরা তার সঙ্গে দুর্ব্যবহার করে। পরে ক্যাশ কাউন্টারে থাকা ব্যক্তি তার কথাকে উপেক্ষা করেন এবং হেনস্তা করেন।
এরপর, ওই ক্যাশে থাকা ব্যক্তি প্রায় ২৫-৩০ জন যুবক নিয়ে বাইরে এসে ভুক্তভোগীর পরিচয় জানতে চান এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এক পর্যায়ে বাসের সুপারভাইজার ও অন্যান্য যাত্রীদের হস্তক্ষেপে তিনি বাসে উঠতে সক্ষম হন।
পরে অনুসন্ধানে জানা যায়, ক্যাফের মালিক মহিউদ্দিন ঠাকুর, যিনি আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতা। তার বিরুদ্ধে এলাকায় নানা ধরনের অভিযোগ রয়েছে। ভুক্তভোগী এ ঘটনার যথাযথ তদন্ত ও আইনি বিচার দাবি করেছেন।
স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহিউদ্দিন ঠাকুর এ ঘটনার দায় তার কর্মচারীদের ওপর চাপিয়ে দেন। তবে ভুক্তভোগী দাবি করেছেন, সরাসরি মহিউদ্দিন ঠাকুর নিজেই তাকে হেনস্তা করেছেন।
এ ঘটনায় ন্যায়বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন নাগরিকরা।