খুলনা প্রতিনিধি: মো. মামুন মোল্লা, খুলনা ব্যুরো প্রধান:
খুলনা রেঞ্জ পুলিশ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২১ মে) বিকেল ৫টায় খুলনা আরআরএফ (আর্মড রিজার্ভ ফোর্স) পুলিশ লাইন মাঠে। খুলনা আরআরএফ-এর তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা আরআরএফ কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আরআরএফ-এর ডেপুটি কমান্ড্যান্ট ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, আরআই মোহাম্মদ আবুল বাশারসহ পুলিশ কর্মকর্তা, কনস্টেবল এবং অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।
প্রথম দিনে উদ্বোধনী খেলায় অংশ নেয় খুলনা জেলা দল ও ঝিনাইদহ জেলা দল। খেলাটি উপভোগ করেন উপস্থিত পুলিশ কর্মকর্তা, কনস্টেবল এবং আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে নওরোজ হাসান তালুকদার বলেন, “ফুটবল একটি আনন্দময় এবং জনপ্রিয় খেলা। এটি শরীরচর্চা, মানসিক প্রশান্তি ও শৃঙ্খলাবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেঞ্জ পর্যায়ের এমন প্রতিযোগিতা পুলিশ সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ ও সতেজ মন গঠিত হয়, যা কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।
প্রতিযোগিতার পরবর্তী খেলাসমূহ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত পর্বে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন ট্রফি।