কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে প্রত্যেককে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। প্রত্যেক ধর্মীয় বিধি-বিধান পালনে মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত হয়। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে সকল মানুষের মানবাধিকার সুনিশ্চিত করা হয়েছে। মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধ সর্বস্তরে বাস্তবায়ন করা জরুরী।
কবি সংসদ বাংলাদেশের উদ্যোগে ২২ মার্চ (শনিবার) বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার হলে ঈদের কবিতা উৎসব, আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক। আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজী, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, শিশু সাহিত্যিক মালিক মাহমুদ ও জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম। অনুষ্ঠানে স্বরচিত ঈদের কবিতা পাঠ করেন, শিশু সাহিত্যিক গোলাম নবী পান্না, কবি মৌসুমি মৌ,কবি বাপ্পি সাহা, মোহাম্মদ নাজমুল হাসান মিলন, কবি কাব্য কবির, কবি রলি আকতার, কবি সুবর্ণা দাস, কণ্ঠশিল্পী নিতুল ইয়াসমিন, কবি জেবিন জালালি কলি, জাগ্রত মাইনুদ্দিন, কবি নিত্যানন্দ বিশ্বাস, কবি জিনিয়া ঐশ্বর্য, কবি কনক বিশ্বাস, কণ্ঠশিল্পী মাহীন সারোয়ার, অভিনেত্রী জাফরিন সাজ,কবি হাসিনা মমতাজসহ সংগঠনের সদস্য কবি-সাহিত্যিক এবং দেশ বরেণ্য কবি-সাহিত্যিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কবিসংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত কবি হানিফ খান এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।