সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে ১৫তম বার্ষিক ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান। আগামী ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ,যেখানে দেশবরেণ্য কীর্তন সম্প্রদায়গণ সংকীর্তন পরিবেশন করবেন।
আয়োজন ও অনুষ্ঠানসূচিঃ-
এই মহতী ধর্মীয় আয়োজনের উদ্বোধনী দিন ২ এপ্রিল,সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে,পরিবেশন করবেন শ্রীযুক্ত সুদীপ কুমার চৌধুরী। রাত ৮টায় শ্রীশ্রী হরিনাম যজ্ঞের মঙ্গলঘট সংস্থাপন,যজ্ঞ পরিচালনায় থাকবেন শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি। রাত ৮:৩০ মিনিটে হরিনাম যজ্ঞের শুভ উদ্বোধন এবং ৯টায় অধিবাস অনুষ্ঠিত হবে।
৩ এপ্রিল ব্রাহ্মমুহূর্ত থেকে শুরু হবে ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ,দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। ৪ এপ্রিলও চলবে বিরামহীন হরিনাম যজ্ঞ এবং দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।
৫ এপ্রিল সকাল ১০টায় নগর পরিক্রমা,এরপর দধিভান্ড ভঞ্জন,মোহন্ত বিদায় এবং হরিনাম যজ্ঞের বিশ্রাম। দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ আয়োজনের সমাপ্তি টানবে।
সংকীর্তন পরিবেশনায় দেশের খ্যাতনামা সম্প্রদায়ঃ-
এই পবিত্র আয়োজনে অংশ নেবে দেশজুড়ে খ্যাত:
১) শ্রীশ্রী নারায়ণ সম্প্রদায় (বেহেলী,সুনামগঞ্জ)।
২) শ্রীশ্রী হরিনাম সম্প্রদায় (কুমিল্লা)।
৩) শ্রীশ্রী জয়গুরু সম্প্রদায় (বি-বাড়িয়া)।
৪) শ্রীশ্রী নিতাই গৌর সম্প্রদায় (মৌলভীবাজার)।
৫) শ্রীশ্রী মহাদেব সম্প্রদায় (উত্তরভাগ,রাজনগর)।
ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী সুজিত দাস ও সাধারণ সম্পাদক শ্রী মদন মোহন দাস সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের এই মহাযজ্ঞে উপস্থিত থেকে ধর্মীয় শান্তি ও সম্প্রীতি রক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
এই আয়োজন শুধু ধর্মীয় নয়, এটি সমাজের জন্য একতা,শান্তি ও কল্যাণের বার্তা বহন করবে।