
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী উত্তরা ইপিজেড মোড়ে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই বোনের মধ্যে একজন মারা গেছেন। অন্যজনের অবস্থাও আশংকাজনক। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রান্নার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে করে দুই বোন সুইটি আক্তার (২৩) ও তাজকিনা আক্তার (২০) দগ্ধ হন। তারা নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের কন্যা। তারা নীলফামারী উত্তরা ইপিজেডে সেকশন সেভেন কোম্পানিতে চাকরি করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বড় বোন সুইটি আক্তার মারা যান।
ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছানোর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহিম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। শেষ খবর হলো রংপুরে চিকিৎসাকালে এক বোনের মৃত্যু হয়েছে।