মোঃ মামুন মোল্লা খুলনা, ব্যুরো প্রধান:
খুলনা খান জাহান আলী থানা প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলন ও সাধারণ সভা খান জাহান আলী থানা প্রেস ক্লাবের প্রধান কার্যালয় ফুলবাড়ি গেট সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের উপদেষ্টা এবং সিআইএন২৪ টিভির সম্পাদক আবু হামদা বাঁধন, বিশেষ অতিথি ছিলেন খান জাহান আলী থানা প্রেস ক্লাবের উপদেষ্টা আবু দাউদ ইমরান।
এছাড়া উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা, সহ-সভাপতি মোঃ আল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক ইনসাফ আহমেদ পলক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামাল হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল করীম, সদস্য মনিরুজ্জামান বাবুল, শেখ আব্দুস সালাম, জিল্লুর রহমান, হাফিজুর রহমান, রিমন হোসেন, আনোয়ার হোসেন, উত্থান, মুন্নি আক্তার। সাংবাদিকদের মধ্যে পারস্পারিক বন্ধন ও সৌহার্দ বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রতিরোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে এ বিষয়ে আলোচনা করা হয়। খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক আলহাজ্ব শেখ আনসার আলী আত্মার মাগফেরাত কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।