এস. কে রাসেল (মানিকগঞ্জ)
মানিকগঞ্জ দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি। এসময় একটি ড্রেজার জব্দ করা হয়।
বুধবার (২৬ মার্চ ) দুপুর থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার ভূমি মো: আহসানুল আলমের নেতৃত্বে দৌলতপুর উপজেলার খলশী ইউনিয়নের যমুনা নদীর শাখায় সৌর নদীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ড্রেজারের মালিক মশিউর রহমান লিটনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এই সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার জব্দ করা হয়।