মোঃ সায়েদুর রহমান,সটাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলা পরিষদের আয়োজনে জুলাই গণ-অভ্যূত্থানে গেজেটভুক্ত শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুদানের চেক পরদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক যুগ্ম সচিব ড. মানোয়ার হোসেন মোল্লা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেসবা উস সাবেরিন, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, সমাজ সেবা অধিদফতরের উপ পরিচালক আ: বাতেন, ছাত্র প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।
এ সময় শহীদদের পক্ষ থেকে চেক গ্রহণ করেন শহীদ রফিকুল ইসলামের বাবা মো: রহিজ উদ্দিন, শহীদ সাদ মাহমুদের বাবা বাহাদুর খান, শহীদ মহীউদ্দিন মোল্লার বাবা মোফাজ্জল হোসেন, শহীদ আরিফুল ইসলাম সাদের বাবা মো: শফিকুল ইসলাম এবং শহীদ শাফিক উদ্দিন আহম্মেদের বাবা নাছির উদ্দিন।
অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে পাঁচজন শহীদের প্রতি পরিবারকে দু’লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।