কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আসামি গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। আসামির লাঠির আঘাতে তাঁদের মাথা ফেটে যাওয়ায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে হয়েছে। আহতরা হলেন—উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম (৫০) এবং থানার বিশেষ আনসার সদস্য মনিরুজ্জামান (৪৬)।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ মে) ভোর রাত ১টার দিকে কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা জানান, দুইজনের মাথায় আটটি করে সেলাই লেগেছে।
আহত এসআই মনিরুল ইসলাম জানান, এজাহারভুক্ত আসামি মো. আল আমীনকে ধরতে বুধবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল মিয়ার বাজার এলাকা থেকে সৈয়দপুর গ্রামে যায়। সেখানে আসামিকে খুঁজে পেলে তিনি ও তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশের দুই সদস্যকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়।
এসআই মনিরুল ইসলামের স্ত্রী এসআই রিয়া হোসেন জানান, তাঁর স্বামীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে এসআই আলমগীর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
এই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।