নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাংগুয়া গ্রামে বজ্রপাতে আলতাফুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে মাঠে ধান কাটতে গিয়েছিলেন আলতাফুর রহমান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলতাফুর রহমান গাংগুয়া গ্রামের ভুবন আলীর ছেলে এবং তিন সন্তানের জনক।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফিরোজ আলম বলেন,
“একজন মৃত ব্যক্তি জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বজ্রপাতে মারা গেছেন, তবে হিটস্ট্রোকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা কঠিন।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।