লিমন মিয়া, সরিষাবাড়ী:
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার আরামনগরস্থ ঢাকা কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, সদস্য লাভিব উদ্দিন তালুকদার লিটন, প্রভাষক খায়রুল আলম শ্যামল ও অধ্যাপক আমিমুল এহছান শাহীন প্রমুখ।
এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, তারেক রহমানের নিরাপদে দেশে ফেরা এবং তাঁর নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় বিশেষ দোয়া করা হয়।