বালাগঞ্জ(সিলেট) প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জের “সোনাপুর (পশ্চিম উত্তর পাড়া) ইসলামী যুব সংঘ”র আয়োজনে ২য় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ শে মার্চ) উপজেলার ২নং বোয়ালজুর ইউনিয়নের প্রাচীনতম মসজিদ সোনাপুর পুরাতন (পশ্চিম-উত্তর) জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একতা,শান্তি,শৃঙ্খলা, প্রগতি এই শ্লোগান বুকে লালন করে আর্ত মানবতার সেবায় গঠিত এই সংগঠনটির এটা ২য় বারে আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল।
মুলত উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বৃহত্তর সোনাপুর এলাকার কিশোর ও যুবকদের নিয়ে সম্মিলিত ভাবে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ধর্মীয় ও আর্তমানবতার কল্যানে কাজ করে আসছে।
শনিবারের ইফতারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় আলেম উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ,
এ সময় “সোনাপুর পশ্চিম উত্তর পাড়া ইসলামী যুব সংঘে”র আয়োজনে ইফতারে অংশ নেয়ায় অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংঘঠনের সভাপতি রবিউল ইসলাম মাছুম ও সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আতাউর রহমান কাওছার এবং সাধারণ সম্পাদক আলিমুন ইসলাম
ইফতার পূর্বে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।