মোঃ শেখ ছোবাহান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে থানা ভাঙচুর মামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীদের ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক গ্রেফতার’-এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
সোমবার (১৯ মে) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন সংগঠনের সদরপুর উপজেলা শাখার সভাপতি আঃ হামিদ মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা আফতাব উদ্দিন, যুব আন্দোলনের জেলা সভাপতি মোঃ কামাল বেপারী প্রমুখ।
বক্তারা বলেন,
“গত ৫ আগস্টের থানা ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় আইয়ুব ফকির ও তার দুই ছেলেকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে স্পষ্ট হবে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।”
উল্লেখ্য, গত শনিবার (১৭ মে) দিবাগত রাতে, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী ও ঠেঙ্গামারী এলাকায় অভিযান চালিয়ে থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানান।