মো. গোলাম কিবরিয়া,জেলা প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর তানোর পৌর এলাকার মোল্লাপাড়া গ্রামে কবরস্থান দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী রহিমা বেগম। একইসঙ্গে জায়গাটি নিয়ে রাজশাহীর সিনিয়র জেলা জজ আদালতে একটি প্রবেট মামলা চলমান রয়েছে।
ভুক্তভোগী রহিমা বেগম জানান, তার স্বামী মরহুম মিরচান ১৯৯৫ সালে তাকে সাড়ে ৬ শতাংশ জমি লিখে দেন। স্বামীর মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে আত্মীয়রা ওই জমি নিজেদের দাবি করে সাজু, আফজাল ও আজমতের কাছে বিক্রি করে দেন। রহিমা বেগম বিষয়টি নিয়ে ২০১৪ সালে ‘মিস ৫২/২০১৪’ এবং পরবর্তীতে ‘টিএল ৫/২০২৩’ নং একটি মামলা দায়ের করেন।
রবিবার সকালে রহিমা বেগম দেখতে পান, ওই জমিতে খনন কাজ শুরু হয়েছে এবং কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। সেখানে তার স্বামীসহ চারটি কবর রয়েছে বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
রহিমা বেগম বলেন,
“আমার স্বামী আমাকে জায়গা লিখে দিয়েছেন। মামলা চলছে, আমি হারলে নিজেই ছেড়ে দেব। কিন্তু এখন কবরের জায়গা দখল করে বাড়ি তুলছে। আমি তো কারো সাথে মারামারি করতে পারব না।”
স্থানীয় কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানান, ওই স্থানে চারটি কবর ছিল এবং গাছ কেটে মাটি খুঁড়ে বাড়ি নির্মাণের চেষ্টা করা হয়। তারা প্রশ্ন তুলেছেন—“কবরের জায়গায় কীভাবে বাড়ি হয়?”
অভিযুক্ত আজমত বলেন,
“ওই মহিলার কিছুই নাই। পুলিশ আনলেও কিছু হবে না। আমাদের কাছে দলিল আছে, আমরা বাড়ি করব।”
এ বিষয়ে তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন,
“আদালতে মামলা চলমান অবস্থায় ওই জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা আইনত অবৈধ। এটি আদালত অবমাননার শামিল হতে পারে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে কবরস্থান ও জমির মালিকানা নিয়ে স্পষ্ট সমাধান না হওয়া পর্যন্ত যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।