মুক্তাগাছা প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল মনসুর (৪৮) নামে এক বিএনপি নেতা আহত। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন প্রত্যক্ষদর্শী বেনচালক মহিউদ্দিন (৩৫)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আব্দুল মনসুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (৩০ মার্চ) রাতে মুক্তাগাছার দাওগাওঁ ইউনিয়নের বটতলা বাজারে এ ঘটনা ঘটে। আব্দুল মনসুর দাওগাওঁ ইউনিয়ন বিএনপির ১নং পোড়াবাড়ি ওর্য়াড বিএনপির সভাপতি। ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা লতিফ এর ছোট ভাই।
এই ঘটনায় বিএনপি নেতাকে বাঁচানোর জন্য একই এলাকার বাসিন্দা প্রতক্ষ্যদর্শী বেনচালক মহিউদ্দিন (৩৫) ঘটনাস্হলে গেলে তাকেও ছুরিকাহত করে ২নং বালিয়া ওর্য়াড আওয়ামী লীগের সদস্য সাইদুর’সহ একই গ্রামের আলহাজ্ব,এসহাক, জুয়েল’সহ ১০-১৫ জন বলে জানিয়েছেন, আহত বিএনপি নেতা আব্দুল মনসুরের ছেলে আল-আরাফাত।
এলাকাবাসী জানায়, দুই গ্রুপের মধ্যে রবিবার আনুমানিক দুপুর ৩ টায় ধাক্কাধাক্কি হয়। এরপর আব্দুল মনসুর বটতলা বাজারে ইফতারের পর অবস্থানরত থাকাকালীন হামলা চালায় দুর্বৃত্তরা। এলাকায় এই ঘটনায় আতঙ্ক বিরাজমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি জানায়, একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আরেকজন আহত ব্যাক্তি চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে ।
এঘটনার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত সনাক্তের মাধ্যমে শাস্তির দাবী জানিয়েছেন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানায়, ঘটনাটি থানা পুলিশ অবগত হওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। আহত’রা প্রথমে থানায় এসেছিলো তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। সঠিক তদন্তের সাথে ব্যবস্হা গ্রহণ করা হবে।