মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আ’লীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সিংগাইর থানার পুলিশ।
রবিবার(৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার সাভার থানা পুলিশের সহয়তায় সিংগাইর থানা পুলিশ ঢাকা জেলার সাভারের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আ’লীগের সাত নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা মধ্যেপাড়া গ্রামের মৃত বিল্লাল হাজীর ছেলে উপজেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুস সামাদ (৫০), জার্মিত্তা ইউনিয়নের বকচর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. আমজাদ হোসেন (৪৫), চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান শিবলী (৪৬), জার্মিত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর দারিয়ারপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য মো. রিয়াদ হোসেন (৩৭), জার্মিত্তা ইউনিয়নের আলীনগর গ্রামে নুরুল ইসলামের ছেলে ইউনিয়ন আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম (৪০), জার্মিত্তা ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে ইউনিয়ন আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও দলিল লিখক নজরুল ইসলাম শাজাহান(৪৯) ও চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি গ্রামের মৃত. ফরমান আলীর ছেলে ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মো. মজনু মিয়া(৫৪)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
বার্তাপ্রেরক
মুহ. মিজানুর রহমান বাদল