জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি । মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে । নিহতরা হলেন, স্বামী আব্দুল হাই বাবু (৬০) ও তার স্ত্রী মমেনা বেগম ফেলানী (৩৫) । তাদের সংসারে ৩, ৬ ও ১১ বছর বয়সী তিনটি কন্যাসন্তান রয়েছে । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল হাই ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল । এরই জেরে মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ির শোবার ঘরে আব্দুল হাই মমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি ঘরের সিলিংফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন । পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । পরে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।পোরশা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত হত্যার পর আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।এদিকে একসঙ্গে বাবা-মাকে হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েছে তাদের তিন শিশুসন্তান। হৃদয়বিদারক এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।