মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের বহু প্রতীক্ষিত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক চার লেনে উন্নীত না হলেও, রাস্তাটি প্রশস্তকরণের মাধ্যমে কিছুটা হলেও জনদুর্ভোগ কমার আশার আলো দেখছেন এলাকাবাসী। বর্তমানে ৬.২ মিটার প্রশস্ত এই মহাসড়ককে ১০.৩ মিটারে উন্নীত করার কাজ চলছে।
চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, বারঘরিয়া বাজার থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক উন্নয়নের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৪৮১ কোটি ৮৯ লক্ষ ৩৩ হাজার টাকা। প্রকল্প বাস্তবায়ন হলে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল সহজ হবে এবং দুর্ঘটনার হার কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিদিন হাজার হাজার ট্রাক, কাভার্ড ভ্যান, অটোরিকশা, ভ্যান, ট্রলি, মোটরসাইকেল ও সাইকেলসহ বিভিন্ন যানবাহন এই সড়কে চলাচল করে। তবে ঘোড়ারস্ট্যান্ড, রানীহাটি, ছত্রাজিতপুর, ধোবড়া, বেকীর মোড়, পাইলিং মোড় ও সোনামসজিদসহ বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে থাকে।
সড়ক বিভাগের তথ্যমতে, বারঘরিয়া, রানীহাটি ও ছত্রাজিতপুর বাজার এলাকায় সড়ককে চার লেনে উন্নীত করা হবে এবং রাস্তার উপর ঢালাই করে রিজিড পেভমেন্ট নির্মাণ করা হবে। এছাড়া বারঘরিয়া, বহুলাবাড়ী, পাইলিং মোড়, পুখুরিয়া ও ধোবড়া বাজার এলাকায় ভূমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১১৬ কোটি টাকা। বহুলাবাড়ী ও বেকীর মোড় এলাকায় সড়ক সরলীকরণ (স্ট্রেইটেনিং) করা হবে।
ইতোমধ্যেই রানীহাটি বাজার এলাকায় সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। প্রতিদিন কাজ দেখতে শত শত মানুষ ভিড় করছেন। অনেকেই হতাশা প্রকাশ করেছেন পুরো মহাসড়ক চার লেন না হওয়ায়। তবে আবার অনেকে বলছেন, রাস্তা প্রশস্ত হওয়ায় যানজট ও দুর্ঘটনা কিছুটা হলেও কমবে।
এলাকাবাসীর দাবি, সোনামসজিদ স্থলবন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হওয়ায় পুরো সড়কটিকে চার লেনে উন্নীত করা হলে পণ্য পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হতো। তা না হলেও, বর্তমানে যেভাবে কাজ চলছে তাতে অন্তত কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে তারা আশাবাদী।