মোঃ আরিফ ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁও জেলা হিসাব ও অর্থ অফিসের চার কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৯ মে) ভোর সাড়ে ৬টার দিকে বীরগঞ্জ উপজেলার ২৬ মাইল বাবলু ফার্ম এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে দ্রুতগতির একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ১০ চাকার একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।
নিহতদের পরিচয়:
- জুলফিকার আলী (৪৬) – অডিটর, ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস
- ইমরুল হোসেন (৪৫) – সহকারী অডিটর
- দেলোয়ার হোসেন (৫০) – হিসাব সহকারী
- আরিফুল ইসলাম মানিক (৩২) – মাইক্রোবাস চালক
আহতরা হচ্ছেন:
- মিজানুর রহমান সরকার (৫০) – গোবিন্দনগর মুন্সিহাট, ঠাকুরগাঁও
- আল মামুন (৪০)
- নাহিদ হোসেন (৩২) – ধানঘড়া, বিরামপুর, দিনাজপুর
দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান চতুর্থজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়:
স্থানীয় বাসিন্দারা জানান, মাইক্রোবাসটি বাবলু ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, “ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার সময় বৃষ্টিপাত চলছিল এবং রাস্তা ছিল ভিজে ও সরু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটির গতি বেশি ছিল। রাস্তার সরুতা এবং আবহাওয়ার অবস্থাই সম্ভবত এই দুর্ঘটনার মূল কারণ। তদন্তসাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটি সংস্কারের জন্য আমরা রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টকে চিঠি পাঠাবো।”
মামলার প্রস্তুতি চলছে
ঘটনার বিষয়ে একটি দুর্ঘটনা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।