মোহাম্মদ মাসুদ মজুমদার ,বরুড়া, কুমিল্লা :
কুমিল্লার বরুড়ায় ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন কল্লোল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি মো. আবদুস সামাদ, এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী সেলিম এবং সমাজসেবক মো. আবদুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. এমদাদুল হক পলাশ। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মো. মাসুদ মজুমদার, সরকার শিউলি আক্তার এবং সহকারী প্রধান শিক্ষক মো. ফোরকান হোসেন মজুমদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. মো. মোশারফ হোসেন, মো. ইউসুফ আলী, মো. ইদ্রিস মিয়া, মো. শাহজালাল, সহকারী অধ্যাপক মো. আবুল বাশার, মো. আবদুস সালাম এবং বিদায়প্রাপ্ত শিক্ষকরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহনা ভৌমিক ও মো. রাকিব হোসেন।
বক্তারা বিদায়ী শিক্ষক-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়ালেখায় মনোযোগী হওয়া, মাদক, বাল্যবিবাহ ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংবর্ধিত শিক্ষকবৃন্দ:
আব্দুর রহমান, আবদুল হক, মো. রফিকুল ইসলাম, স্বপন কুমার মজুমদার, মো. জহিরুল ইসলাম চৌধুরী।
সংবর্ধিত কর্মচারীবৃন্দ:
মো. ফজলুল হক, মো. আবদুর রহমান, মো. আব্দুল মোতালেব, মো. আব্দুল মতিন, মো. সহিদ উল্লাহ।