শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী দক্ষিণ কোরানীপাড়ায় বিদ্যুৎ স্পর্শ হয়ে মাহিদুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মাহিদুল ইসলাম ওই এলাকার স্থায়ী বাসিন্দা মৃত ছলেমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ির পাম্পের লাইনের কাজ করার সময় মূল সুইচ বন্ধ না করেই সরাসরি লাইনের তার সংযোগ দিতে গেলে মাহিদুল বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যায়।
মৃত্যুর বিষয়ে পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার জানান, একজন আমাকে ফোন করে বিষয়টি জানালো। বিষয়টি অত্যান্ত দুঃখনক। আজ বাদ এসা তার জানাজা অনুষ্ঠিত হবে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ এর সাথে একাধীবার ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।