ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২৫ মে) শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৫। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে।
সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে গোলঘরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
- সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন
- সাংবাদিক আব্দুস সালাম মোল্যা
- বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার
- বিশিষ্ট ব্যক্তি আবুল কালাম, নজরুল ইসলাম শিকদার, আক্রাম হোসেন প্রমুখ
বক্তারা ভূমি সেবা সংক্রান্ত অনলাইন জটিলতা, ভুল তথ্য সংশোধন এবং চরাঞ্চলের জমির খাজনা চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত সবাইকে নিয়মিত জমির খাজনা পরিশোধের আহ্বান জানান এবং ভূমি সেবা সহজীকরণের জন্য উপজেলা প্রশাসনের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন।
ভূমি সেবা সপ্তাহে নাগরিকরা নামজারি, খতিয়ান, খাজনা প্রদানসহ বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারবেন বলে আয়োজকরা জানান।