বিধান মন্ডল, ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি ২০২৪-২৫ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় ২য় ধাপে বাস্তবায়ন হয়েছে।
এ সময় বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন নিবন্ধিত সুফলভোগী জেলেকে ১টি করে মোট ৩৫টি বকনা বাছুর, সঙ্গে খাদ্য, ওষুধ ও ভ্যাকসিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের আহমেদ, ও উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, প্রমুখ।
এ প্রকল্পের মাধ্যমে জেলেদের জীবনমান উন্নয়ন এবং মৎস্য সম্পদের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প আয়ের উৎস তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান কর্মকর্তারা।