বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
উপজেলা পরিষদ সালথা ফরিদপুর এর ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (উন্নয়ন তহবিল) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো: কামরুল হাসান মোল্লা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার কাজী আরিফুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার (কৃষিবিদ) সুদীপ বিশ্বাস, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জেলার শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থী ঝরেপড়া রোধ করতে জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে সুস্থ স্বাভাবিক ও মননশীল করে গড়ে তুলতে এবং মাদকের ভয়াবহ ছোবল হতে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহী করতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও উপজেলার গরিব অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পারিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। ও ভিক্ষুকদের কে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা হয়।