বগুড়ায় উদীচী শিল্পগোষ্ঠী আয়োজিত জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠান চলাকালে হামলা, ভাংচুর এবং জাতীয় সংগীত পরিবেশনায় বাঁধা দান করায় তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছেন গনতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ।
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড হাসনাত কাইয়ূম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সম্প্রতি শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনা করার সময় কিছু উগ্রপন্থী মানুষ বাঁধা দান করে। যার ধারাবাহিকতায় গতকাল বগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশনা অনুষ্ঠান চলাকালে হামলা, ভাংচুর করা হয়েছে যা স্বাধীনতাবিরোধী শক্তির চক্রান্ত হিসেবে প্রতীয়মান হচ্ছে। যারা বাংলাদেশ কে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না তারাই বারবার জাতীয় সংগীতকে অবমাননা করার ধৃষ্টতা দেখাচ্ছে।
এই অপচেষ্টাকে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মনে হচ্ছে যা বাংলাদেশের জনগন কখনো সফল হতে দিবে না।
এখনই সময় স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দল, পেশাজীবি এবং সর্বসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে এক হওয়া। ৩০ লাখ শহীদের আত্বত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন রাষ্ট্রে স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন জনগন কখনো মেনে নেবে না।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে এধরনের ঘটনা যেন না ঘটে সেটির নিশ্চয়তা এই সরকারকে দিতে হবে। এরপরও যদি এধরনের ঘটনা ঘটে তাহলে জনগন তা প্রতিহত করবে।