সামসসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. হুমায়ুন কবির মাষ্টার এবং সদস্য সচিব হিসেবে খালেকুজ্জামান বাবলুর নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার এবং সদস্য সচিব হিসেবে ইব্রাহিম প্রধানকে দায়িত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন শাওন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, যুবদল ও ছাত্রদলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হলে দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে হবে। ফজলুল হক মিলনের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথি একেএম ফজলুল হক মিলন।