জয়পুরহাট জেলা প্রতিনিধি:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তিনদিনব্যাপী ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
২৫ মে (রবিবার) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি সেবা কার্যক্রম চালু করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত। র্যালিতে সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে ভূমি সেবা সংক্রান্ত তথ্য ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন,
“ডিজিটাল পদ্ধতিতে সহজ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমি সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সপ্তাহ হচ্ছে জনগণের দোরগোড়ায় এই সেবাগুলো পৌঁছে দেওয়ার একটি অনন্য উদ্যোগ।”
আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফরিদ হোসেন, উপজেলা জামায়াতের রাজনৈতিক সহকারী মীর এহতেশামুল হক সয়ন মৌলভী, ও ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজিজার রহমান।