শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এবছরের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গৃহীত সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়েছেন উপস্থিতরা। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী।
বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন, প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সেই সাথে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
সভায় মাদক, ভিসা প্রতারণা, থাই জুয়া, যানজট, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, রেলওয়ের বাংলো-কোয়াটার- জমি দখল, চাঁদাবাজি ও দখলবাজি রোধসহ জুলাই আগস্ট আন্দোলনে নৈরাজ্য সৃষ্টি ও হামলার সাথে জড়িত আওয়ামী লীগ নেতা ও তাদের দোসরদের অপসারণ, গ্রেফতার এবং জনভোগান্তি নিরসনে চরম দুর্দশাগ্রস্ত রাস্তা সংষ্কারের বিষয়ে আলোচনা হয়।
এতে বক্তারা উষ্মা প্রকাশ করে বলেন, সভায় কথা হয় কিন্তু কোন কাজ হয়না। যার প্রমাণ দীর্ঘ ৫ মাসে এই প্রথম সভার আয়োজন। জবাবদিহিতার ভয়ে এই গড়িমসি.বলেও ক্ষোভ জানান। গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়নের জন্য উপজেলা ও পৌর প্রশাসনসহ পুলিশ কর্তৃপক্ষকে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেয়ার দাবীও জানান।
শেষে উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকীর পদোন্নতি হওয়ায় এবং সৈয়দপুরে তাঁর শেষ কর্মদিবস উপলক্ষে ফুলেল শুভেচছা জানানো হয়। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঠাকুরগাঁওয়ে যাওয়ার বদলি আদেশ পেয়েছেন।